https://bma-india.com/wp-content/koi-gate/ gates of gatot kaca garuda gems bonus new member 100 https://engrsci.com/toto-sgp/ sgp toto hari ini togel singapore

ড্যাম্পগার্ড ফ্লোর টপ-F301 (কনক্রিট ফ্লোর টপ হার্ডনার)

কনক্রিট ফ্লোর টপ-F301 কি ?

কনক্রিট ফ্লোর টপ হার্ডনার সিমেন্ট বেইজড কনক্রিট টপ হার্ডেনিং ম্যাটেরিয়াল ।

কনক্রিট ফ্লোর টপ-F301 কোথায় এবং কেন ব্যাবহার করা হয় ?

ইন্ডাষ্ট্রিয়াল ফ্লোরিং এর জন্য, যে সকল ফ্লোরে ট্রলি , ফর্কলিফট , বা অন্য যানবহন চলাচল করে সেই সকল ফ্লোরে কনক্রিট ডালাইয়ের পর শুকিয়ে যাওয়ার পুর্বে কনক্রিট ফ্লোর টপ হার্ডনার ড্যাম্পগার্ড এফ-৩০১ ছিটিয়ে ব্যাবহার করতে হয়। ড্যাম্পগার্ড এফ-৩০১ ব্যাবহারের ফলে ফ্লোরের টপ লেয়ার মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। ট্রলি বা অন্যান্য যানবহন চলাচলের ফলে ফ্লোরের কোন ক্ষতি হয় না । বিশেষ করে কারখানার জন্য বিশেষভাবে উপযোগি ।

কনক্রিট ফ্লোর টপ-F301 ব্যাবহারের সুবিধা কি কি ?

ফ্লোর দীর্ঘস্থায়ী ও মজবুত হয় যানবহন চলাচলেও ফ্লোরের কোন ক্ষতি হয় না। স্মুথ ফিনিশং হয় ।

প্রয়োগ : ইন্ডাষ্ট্রিয়াল ফ্লোর , ও যেকোন কনক্রিট ফ্লোরে টপ হার্ডেনিং এর কাজে ব্যাবহার করতে হয়। প্রথমে নিয়ম অনুযায়ী সাধারন কনক্রিটের ঢালাই কাজ সম্পন্ন করতে হবে । ঢালাই শেষ হওয়ার কিছুক্ষন পর ঢালাই একটু শক্ত হওয়া আরম্ভের সময়েই প্রয়োজনীয় ডোজে ড্যাম্পগার্ড এফ-৩০১ ছিটিয়ে দিতে হবে , এর কিছুক্ষন পর যখন ঢালাই মসলা সেটিং শুরু হবে তখন পাওয়ার ট্রাওয়েল মেশিন দিয়ে ফিনিশিং করতে হবে ।

গুনাগুন : সাশ্রায়ী , সহজ প্রয়োগ ও অত্যান্ত কার্যকরী ।
কভারেজ: লাইট ট্রাফিক – ৪ কেজি , মিডিয়াম ট্রাফিক – ৬কেজি , এবং হেভি ট্রাফিক – ৮ কেজি প্রতি বর্গ মিটারে ।
প্যাক সাইজ : ২৫ কেজি।

প্রাপ্তি স্থান :

আপনার আশেপাশের সেল্স সেন্টার বা ডিলার পয়েন্টে যোগাযোগ করুন । প্রয়োজনে কল করুন : +88019 14387274