ড্যাম্প গার্ড আর-২০৩

 ড্যাম্প গার্ড আর-২০৩ কি ?

 উত্তর : ড্যাম্প গার্ড আর ২০৩ একটি রেডি মিক্স ড্রাই মর্টার ।

 ড্যাম্প গার্ড আর-২০৩ কোথায় এবং কেন ব্যাবহার করা হয় ?

  • ড্যাম্প গার্ড আর-২০৩ বিশেষ স্থানে কনক্রিটের হানিকম্ব মেরামত করার কাজে ।
  • কনক্রিটের প্যাঁচ হোল বা গর্ত আকারে ক্ষতিগ্রস্ত কনক্রিট মেরামত করার কাজে এবং ৫০০০ পিএসআই পর্যন্ত (এম-৩৫ কনক্রিট), সর্বোচ্চ ১০০ এম এম গভীরতা পর্যন্ত মেরামতের কাজে ব্যাবহার করা যায়।
  • প্লাষ্টার ও কনক্রিটের চিড় ফাটল প্রতিরোধ করার জন্য ব্যাবহার করা হয় , যেমন – বীম ,কলাম ও ইটের দেওয়ালের ৬ ইঞ্চি পরিমান প্লাষ্টার করলে হেয়ার লাইন ক্রাক প্রতিরোধ করা যায়।
  • দরজার চৌকাঠের পাশ দিয়ে হেয়ার লাইন ক্রাক প্রতিরোধ করার জন্য ৬ ইঞ্চি পরিমান প্লাষ্টার করলে হেয়ার লাইন ক্রাক প্রতিরোধ করা যায়।
  • যেকোন প্লাষ্টার, ওয়াল, ও কনক্রিটের ছাদ, কলাম , বীম , ফ্লোর , ইত্যাদি ফাটল মেরামতে সর্বাধিক কার্যকারী ।

 ড্যাম্প গার্ড আর-২০৩ কিভাবে ব্যাবহার করবেন ?

 সারফেস প্রিপারেশন : আক্রান্ত জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিন । সকল প্রকার লুজ পার্টিকলে রিমুভ করুন । তৈলাক্ত সারফেস সম্পুর্নরুপে ওয়েল এবং গ্রীজ সর্বপোরী সারফেস থেকে মুক্ত করতে হবে । এর পর নির্দেশ অনুযায়ী জোড়ক পদার্থ ব্যাবহার করে নিতে হবে । রড বের হয়ে থাকলে রডের গায়ে মরিচা প্রতিরোধী প্রলেপ দিতে হবে।
প্রয়োগ : প্রথমে ড্যাম্প গার্ড আর-২০৩ প্যাকেটের মুখ খুলে একটি পাত্রে রাখুন । উক্ত পাউডারের সাথে প্রতি ১ কেজিতে ১৮০ গ্রাম অনুপাতে পানি ব্যাবহার করে মসলাটি মিক্সার মেশিন অথবা ম্যানুয়ালী সমসত্ব মিশ্রণে পরিনত করতে হবে । এরপর কুর্নি দিয়ে জায়গাটি ভরাট করুন।

গুনাগুন
1. ড্যাম্প গার্ড আর-২০৩ এতে রয়েছে কনক্রিটের সংকোচন প্রতিরোধী , সর্বোচ্চ সংবদ্ধতা সম্পন্ন ফাটল প্রতিরোধক ।
2. শত্তিবর্ধক ও জোড়ক পদার্থ থকায় এটি ব্যাবহারে অত্যান্ত কার্যকারী সুফল পাওয়া যায়।
3. জার্মানির প্রযুক্তি ও উন্নতমানের কাঁচামাল দিয়ে বাংলাদেশে প্রস্তুত করা হয়।
প্যাক সাইজ : ১ কেজি , ৫ কেজি , ১০ কেজি , ২৫ কেজি ।

উৎপাদনকারী

Ludwigshafen BD Ltd.
ব্লক -এ, প্লট-১/১, বাইপাস রোড, , নারানকুল, পুবাইল, গাজিপুর ।